গিল জর্ডন, প্রাইভেট ডিটেকটিভ- এই শিরোনামে ইংরেজীতে অনুদিত কমিকসের সংখ্যা মাত্র দুটি। অথচ, টিনটিনের মত পদে পদে হাস্যরসের হিল্লোল না থাকলেও গল্পগুলি টিনটিনের চেয়ে কোনো অংশে কম নয়! প্রথম দর্শনে আমি ভেবেছিলাম, টিনটিনের ফ্যান মেড কমিকস বুঝি। পরে জানলাম, টিনটিনের মতই "ক্লিয়ার লাইন" আঁকা এই কমিকস। ও, আর একটা কথা, প্রথমবার গিল জর্ডনকে দেখে আমি ভেবেছিলাম, টিনটিন বুঝি পরচুলা পরে ডিটেকটিভ এজেন্সি খুলেছে।:)
জ়োয়ারের সুযোগ নিয়ে বিখ্যাত এক আর্ট কালেকটরকে মারা হয়েছে, এরকম সন্দেহ করা হচ্ছে। তদন্তে নেমে গিল আবার ওই মৃত ব্যক্তির ফোন পেল, সে নাকি বেঁচে আছে এবং লুকিয়ে আছে! কেন? কি ব্যাপার? আসলে কি ঘটেছিল? এই কমিকসটা একটু অন্য ধরনের থ্রিলিং মেশানো। আশা করি সবার ভালো লাগবে!
aj i ei blog er sandhan peye join korechhi....mattor 5 credit..kajei ei muhurte porchhi na..ettu credit jomlei porbo.agam dhonyobad
সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন পরে এই কমিকসের পাতা আপলোড করার জন্য। আমি খুবই লজ্জিত যে এতদিন এটার কাজ ফেলে রেখেছিলাম বলে। যাই হোক, আশা করছি, এবার থেকে নিয়মিত পাতা আপলোড করতে পারব।