Login Register
Home »গিল জর্ডন »
০৩ জোয়ার-জলে হত্যাকান্ড (প্রথমাংশ)
saradindu
25 Pages
50 Credits to download
1 Downloads
5 Comments

গিল জর্ডন, প্রাইভেট ডিটেকটিভ- এই শিরোনামে ইংরেজীতে অনুদিত কমিকসের সংখ্যা মাত্র দুটি। অথচ, টিনটিনের মত পদে পদে হাস্যরসের হিল্লোল না থাকলেও গল্পগুলি টিনটিনের চেয়ে কোনো অংশে কম নয়! প্রথম দর্শনে আমি ভেবেছিলাম, টিনটিনের ফ্যান মেড কমিকস বুঝি। পরে জানলাম, টিনটিনের মতই "ক্লিয়ার লাইন" আঁকা এই কমিকস। ও, আর একটা কথা, প্রথমবার গিল জর্ডনকে দেখে আমি ভেবেছিলাম, টিনটিন বুঝি পরচুলা পরে ডিটেকটিভ এজেন্সি খুলেছে।:)

জ়োয়ারের সুযোগ নিয়ে বিখ্যাত এক আর্ট কালেকটরকে মারা হয়েছে, এরকম সন্দেহ করা হচ্ছে। তদন্তে নেমে গিল আবার ওই মৃত ব্যক্তির ফোন পেল, সে নাকি বেঁচে আছে এবং লুকিয়ে আছে! কেন? কি ব্যাপার? আসলে কি ঘটেছিল? এই কমিকসটা একটু অন্য ধরনের থ্রিলিং মেশানো। আশা করি সবার ভালো লাগবে!

9th August, 2019 7:38 PM
Get a Free Sample Ebook
Available For Reading Online in High Quality! Please Register or Login!
Comments
#1

aj i ei blog er sandhan peye join korechhi....mattor 5 credit..kajei ei muhurte porchhi na..ettu credit jomlei porbo.agam dhonyobad


18th September, 2019 4:18 PM
#2

সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন পরে এই কমিকসের পাতা আপলোড করার জন্য। আমি খুবই লজ্জিত যে এতদিন এটার কাজ ফেলে রেখেছিলাম বলে। যাই হোক, আশা করছি, এবার থেকে নিয়মিত পাতা আপলোড করতে পারব।


20th March, 2020 5:02 PM
#4

অনুবাদ অনেকটাই হয়ে গেছে। প্রথম ভাগের আর পাঁচ পাতা অনুবাদ বাকি রয়েছে, কিন্তু যেটুকু অনুবাদ হয়েছে, তার ছবির মধ্যের লেখাগুলি এডিট করা হয়নি এখনও। ভেবেছিলাম, পেজগুলো দিয়ে দেবো, কিন্তু পেজ অ্যাড করতে পারছি না। মনে হয় সফটওয়ার আপডেটে কিছু গন্ডগোল হয়েছে। আশা করছি সামনের সপ্তাহে এই ভাগটা পুরো পেয়ে যাবেন।


28th July, 2020 1:45 PM Last Edit by saradindu on 28th July, 2020 1:48 PM
#5

সফটওয়ারের ভুলটা কারেকশন করেছি। আশা করি এবার পেজ এড করা যাবে।


28th July, 2020 2:28 PM
#6

অসংখ্য ধন্যবাদ এরকম নতুন কমিকটা অনুবাদের জন্য। :)


30th July, 2020 4:10 AM
Pages First 1 Last
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)